গোটা মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করে যাচ্ছে ইরান: জুমার নামাজের খতিব
-
আবুতুরাবি ফার্দ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবুতুরাবি ফার্দ বলেছেন, ইসলামী ইরান পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সদাসোচ্চার একটি দেশ।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
জুমার নামাজের খতিব আরও বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য গত চার দশকে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা ইসলামী ইরানকে রাজনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও নিরাপত্তা ক্ষেত্রে আজকের অবস্থানে নিয়ে গেছে।
তিনি নীতি-নৈতিকতায় সমৃদ্ধ জীবন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
হুজ্জাতুল ইসলাম আবুতুরাবি ফার্দ বলেন, ইরানের সর্বোচ্চ নেতার সঠিক দিকনির্দেশনায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ইসলামী সভ্যতার সর্বোচ্চ চূড়া জয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।