দোহা সফর শেষে জানালেন ইরানের প্রেসিডেন্ট
কাতারে অচিরেই বাণিজ্যিক দপ্তর খুলবে ইরান: রায়িসি
-
বুধবার কাতার সফর শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট রায়িসি
কাতারে অচিরেই একটি বাণিজ্যিক দপ্তর খুলবে ইরান। দোহা সফর শেষে বুধবার তেহরানে ফিরে একথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে নীতি তার সরকার গ্রহণ করেছে তারই অংশ হিসেবে কাতারে দপ্তর খুলবে ইরান।
কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ-এ অংশগ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি। তিনি তেহরানে ফিরে বলেন, তার এ সফরে দোহায় বাণিজ্যিক দপ্তর খোলার প্রসঙ্গ ওঠে এবং তিনি শিগগিরই তা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে শুল্ক বাধা দূর করা এবং ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্স প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী এবং কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীকে দু’দেশের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব দেয়া হয়েছে।

দোহায় কাতারের ব্যবসায়ীদের সঙ্গে নিজের বৈঠকের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, কাতারের ব্যবসায়ীরা ইরানে পুঁজি বিনিয়োগে আগ্রহ দেখানোর পাশাপাশি এদেশে অর্থনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা চালাতে উৎসাহ দেখিয়েছেন।
প্রেসিডেন্ট রায়িসি সোমবার কাতার সফরে যান এবং মঙ্গলবার জিইসিএফ-এর শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ওই ভাষণে তিনি এই ফোরামভুক্ত কোনো কোনো দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার লক্ষ্যে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।