ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে টিম পাঠাতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i104472-ইউক্রেন_যুদ্ধে_ক্ষতিগ্রস্তদের_সাহায্যে_টিম_পাঠাতে_প্রস্তুত_ইরান
ইউক্রেন যুদ্ধে আহত ও ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষদের সাহায্য করতে চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কুলিভান্দ বলেছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • পিরহোসেইন কুলিভান্দ
    পিরহোসেইন কুলিভান্দ

ইউক্রেন যুদ্ধে আহত ও ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষদের সাহায্য করতে চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কুলিভান্দ বলেছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে লেখা এক চিঠিতে বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় ইউক্রেনে নিজেদের টিম পাঠাতে প্রস্তুত রয়েছে। সেখানে তারা উদ্ধার তৎপরতার পাশাপাশি নানা পর্যায়ে ত্রাণ তৎপরতা চালাবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এরিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান বলেছে, যুদ্ধ সমাধানের পথ নয়। তবে এই সংকটের মূলে রয়েছে ন্যাটোর উসকানি।

প্রেসিডেন্ট রায়িসি বলেছেন, পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ উত্তেজনার জন্ম দিচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।