ফুটবল বিশ্বকাপের সময় সাগরে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান
(last modified Wed, 16 Mar 2022 10:16:29 GMT )
মার্চ ১৬, ২০২২ ১৬:১৬ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি
    ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি বলেছেন, কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সময় সাগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আজ (বুধবার) সীমান্তরক্ষী বাহিনীর প্রধান দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল গুদার্জি আরও বলেছেন, কাতারে ফুটবল বিশ্বকাপ-২০২২ চলাকালে সাগরে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাতার সরকার ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা ইরানের পদক্ষেপে খুশি।

চলতি বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসবে। ইরানের জাতীয় ফুটবল দলও এই আসরে অংশ নেবে।

ইরান সরকার এর আগেই ঘোষণা করেছে, ফুটবল বিশ্বকাপ আয়োজনে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।

কাতার হচ্ছে পারস্য উপসাগরের একটি দেশ। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।