তেল ও গ্যাসের যৌথ রিজার্ভের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম
https://parstoday.ir/bn/news/iran-i106036-তেল_ও_গ্যাসের_যৌথ_রিজার্ভের_ক্ষেত্রে_ইরান_বিশ্বে_প্রথম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস রিজার্ভের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। তিনি ইরানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১৭:২৫ Asia/Dhaka
  • মোহসেন খোজাস্তে মেহের
    মোহসেন খোজাস্তে মেহের

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস রিজার্ভের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। তিনি ইরানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইরানের তেল ও গ্যাসের রিজার্ভের পরিমাণ একসঙ্গে হিসাব করলে যে সংখ্যা দাঁড়ায় তা বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যায়।

তিনি বলেন, নিষেধাজ্ঞার আগের চেয়েও ইরানের তেল উৎপাদনের সক্ষমতা এখন বেশি। এই সময়ের মধ্যে সক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল খাতে প্রয়োজনীয় সরঞ্জাম নির্মাণে ইরান ব্যাপক উন্নতি সাধন করেছে বলে জানান এই কর্মকর্তা।

খোজাস্তে মেহের বলেন, ইরানের তেল ও গ্যাসের রিজার্ভ দেশটির অর্থনৈতিক শক্তির অংশ। জাতীয় শক্তি ও ক্ষমতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উপাদান।

ইরান ইসলামী বিপ্লবের পর গত ৪৩ বছরে নানা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাকি খাতগুলোতেও স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল খাতে প্রয়োজনীয় সরঞ্জামের ৮৫ শতাংশই ইরানের অভ্যন্তরে তৈরি করা হচ্ছে। #    

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।