আমেরিকার অত্যধিক দাবি মেনে নেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i106156-আমেরিকার_অত্যধিক_দাবি_মেনে_নেবে_না_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যধিক দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেছেন, হোয়াইট হাউজ বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ০৫:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যধিক দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেছেন, হোয়াইট হাউজ বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব।

আব্দুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিয়েনা সংলাপে যে বিরতি চলছে তা আমেরিকার অত্যধিক চাহিদার কারণে দিতে হয়েছে। আমেরিকা যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণ করলে অচিরেই একটি চুক্তি সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শক্তিমত্তা ও যুক্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে এদেশের জনগণের জাতীয় স্বার্থ এবং রেড লাইনগুলো রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত প্রায় এক বছর ধরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত ১১ মার্চ এই সংলাপের মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল এই সংলাপ স্থগিত ঘোষণা করেন।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা সৃষ্টি করেন

আমেরিকা ২০‌১৮ সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দেয়। দেশটিকে এই সমঝোতায় ফিরে আসতে হলে ইরানের ওপর অবৈধভাবে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

কিন্তু চলমান ভিয়েনা সংলাপে মার্কিন সরকার ইরানের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে সম্মত হচ্ছে না। এমনকি গত ৩০ মার্চ ওয়াশিংটন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান বলছে, আমেরিকার এই অন্যায় আচরণ ভিয়েনা সংলাপ থেকে ফল বের করে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।