ইউক্রেন ন্যাটোর সদস্য হলে মারাত্মক হুমকির মুখে পড়ত রাশিয়া: জেনারেল মুসাভি
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা, ন্যাটো ও ইউরোপের শক্তি হ্রাস পেয়েছে।
তিনি আরও বলেছেন, আমেরিকা ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সক্ষম হলে রাশিয়া মারাত্মক হুমকির মুখে পড়তো। কিন্তু এখন যে যুদ্ধ চলছে তাতে ওদের শক্তি কমে গেছে।
ইয়াহিয়া রহিম মুসাভি বলেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়া, আমেরিকা ও ইউরোপের জন্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষতি ডেকে এনেছে।
রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি উপেক্ষিত হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসীমুক্ত ও নিরস্ত্র করাই এই অভিযানের লক্ষ্য।
এর আগে ২১ ফেব্রুয়ারি তিনি দোনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।