ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি:
‘ভিয়েনা সংলাপের কারিগরি দিক চূড়ান্ত রাজনৈতিক বিষয়গুলো বাকি’
-
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান সংলাপের কারিগরি দিকগুলোর সমাধান হয়ে গেছে। এখন শুধু রাজনৈতিক বিষয়গুলো বাকি রয়েছে যা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিষ্পত্তি করতে হবে।
তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরগুলোতে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র পক্ষ থেকে এমন কিছু প্রতিবেদন প্রকাশ করা হয় যার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। তবে সাম্প্রতিক সময়ে আইএইএ’র সঙ্গে আলোচনার মাধ্যমে সে মতপার্থক্যগুলো নিরসন করা সম্ভব হয়েছে। ইসলামির ভাষায়, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে এখন আর আইএইএ’র পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপিত হবে না।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনা গত ১১ মার্চ পর্যন্ত চলে। ওইদিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আলোচনা স্থগিত রাখার কথা ঘোষণা করে বলেন, সবগুলো দেশের কূটনীতিকরা প্রয়োজনীয় শলাপরামর্শের জন্য নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এরপর কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্য আরো কমে আসার খবর প্রকাশিত হয়।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্যের প্রধান যে ইস্যু অর্থাৎ ইরানের বেসামিরক পরমাণু কর্মসূচি নিয়ে মতপার্থক্য নিরসনের খবর দিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ইসলামি। এবার রাজনৈতিক ইস্যুতে দু’পক্ষের মতপার্থক্য কতটা কমে তার ওপর ভিয়েনা সংলাপের ভবিষ্যত নির্ভর করছে। ইরান একাধিকবার বলেছে, ভিয়েনায় চলমান অচলাবস্থা নিরসনের জন্য আমেরিকার পক্ষ থেকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।