বিশ্বের ৫৯টি দেশে রপ্তানি হচ্ছে ইরানি ইস্পাত
https://parstoday.ir/bn/news/iran-i107236-বিশ্বের_৫৯টি_দেশে_রপ্তানি_হচ্ছে_ইরানি_ইস্পাত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে উৎপাদিত ইস্পাত বিশ্বের ৫৯টি দেশ রপ্তানি হচ্ছে। এর মধ্যে গত ফারসি বছরে চীন একাই কিনেছে এক-তৃতীয়াংশ ইস্পাত। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২২ ১২:২০ Asia/Dhaka
  • বিশ্বের ৫৯টি দেশে রপ্তানি হচ্ছে ইরানি ইস্পাত

ইসলামি প্রজাতন্ত্র ইরানে উৎপাদিত ইস্পাত বিশ্বের ৫৯টি দেশ রপ্তানি হচ্ছে। এর মধ্যে গত ফারসি বছরে চীন একাই কিনেছে এক-তৃতীয়াংশ ইস্পাত। 

গতকাল (বুধবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ফারসি বছরে ইরান সারা বিশ্বে এক কোটি ১৬ লাখ ৮৭ হাজার মেট্রিক টন ইস্পাত রপ্তানি করেছে। গত ২০ মার্চ ফারসি বছর শেষ হয়। আগের বছরের চেয়ে ইস্পাত রপ্তানির পরিমাণ শতকরা ২৪ ভাগ বেশি ছিল। এছাড়া, স্পঞ্জ আয়রনের রপ্তানি বেড়েছে শতকরা ২৫ ভাগ।

ইরান যে ইস্পাত রপ্তানি করে তার শতকরা ২৭.৩ ভাগ কিনেছে চীন। তবে, ইরানের মোট ইস্পাতের প্রায় অর্ধেকই কিনেছে ইরাক, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

২০১৮ সালে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর মার্কিন প্রশাসন একতরফা বহুসংখ্যক নিষেধাজ্ঞা দেয়ার পর ইরান ইস্পাত উৎপাদন ও খনি কার্যক্রম জোরদার করেছে। এর ফলে তেলের ওপর তেহরানের নির্ভর কমে গেছে। ২০১৯ সাল থেকে ইস্পাত রপ্তানির আয় হয়ে উঠেছে ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় খাত।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।