ঔষধ হিসেবে জনপ্রিয় ইরানি মোহাম্মদী ফুল
মে ০৮, ২০২২ ১৮:৩৪ Asia/Dhaka
-
ইরানি মোহাম্মদী ফুল
ইরানি মোহাম্মাদী ফুল যা ঔষধ হিসেবে খুবই জনপ্রিয়। এখন শুরু হয়েছে মোহাম্মাদী ফুল সংগ্রহ করার সময়। এ ফুলের নির্যাস থেকে তৈরি হয় বিভিন্ন প্রকারের ঔষধ।
সাধারণত আরো একমাস ধরে এ ফুল তোলা হবে এবং এর নির্যাস থেকে তৈরি করা হবে ঔষধ। এ ফুল ইরানের সারি শহরে বেশি হতে দেখা যায়। এখানে সরি শহরের ফুল সংগ্রহকারী ও ঔষধ প্রস্তুতকারীদের কিছু ছবি দেয়া হলো:
ট্যাগ