চুক্তি ভঙ্গকারীদের সমর্থন ভিয়েনা সংলাপের জট খুলতে পারে
https://parstoday.ir/bn/news/iran-i107910-চুক্তি_ভঙ্গকারীদের_সমর্থন_ভিয়েনা_সংলাপের_জট_খুলতে_পারে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল করলে তা শুধুমাত্র তখনই ফলপ্রসূ হয়ে উঠবে, যখন চুক্তি ভঙ্গকারী পক্ষ তাতে ফিরে আসবে এবং চুক্তি মান্য করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৪, ২০২২ ১৪:৪১ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল করলে তা শুধুমাত্র তখনই ফলপ্রসূ হয়ে উঠবে, যখন চুক্তি ভঙ্গকারী পক্ষ তাতে ফিরে আসবে এবং চুক্তি মান্য করবে।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আলী শামখানি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ভিয়েনা সংলাপ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে চুক্তি ভঙ্গকারী পক্ষের সহযোগিতা শুধুমাত্র এর জট খুলতে পারে। ভিয়েনা সংলাপে ইরানের অবস্থানকে যৌক্তিক বলেও তিনি উল্লেখ করেন।

ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর কর্মকর্তাদের অংশগ্রহণে ভিয়েনা সংলাপে

আলী শামখানি বলেন, চুক্তি ভঙ্গকারী আমেরিকা এবং নিষ্ক্রিয় ইউরোপ ইরানের প্রমাণিত সদিচ্ছার সুযোগ নিতে ব্যর্থ হয়েছে। যদি তাদের পরমাণু সমঝোতায় ফিরে আসার ইচ্ছা থাকে তাহলে তেহরান প্রস্তুত রয়েছে এবং চুক্তি হাতের নাগালেই আছে।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানও এক টুইটার পোস্টে বলেছেন, তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর জন্য এখনও একটি ভালো ও নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে যদি কিনা আমেরিকা এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় এবং সম্ভাব্য নতুন চুক্তির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৪