মহাকবি ফেরদৌসি দিবস পালিত হচ্ছে ইরানে
(last modified Sun, 15 May 2022 12:05:13 GMT )
মে ১৫, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • মহাকবি ফেরদৌসির সমাধি
    মহাকবি ফেরদৌসির সমাধি

ইরানে আজ (রোববার) উদযাপিত হচ্ছে মহাকবি ফেরদৌসি দিবস। ফার্সি ২৫ উর্দিবেহেশত তথা ১৫ মে তাঁর জন্মদিন। এ উপলক্ষে ইরানে এই দিনকে “ফেরদৌসি দিবস” হিসেবে উদযাপন করা হয়।

হাকিম আবুল কাসেম ফেরদৌসি’র বিচিত্র ও বিশিষ্ট অবদানকে স্মরণ করে এই দিবস উদযাপনের প্রচলন দীর্ঘদিনের।  

চিন্তা-চেতনায় দূরদর্শিতা আর জীবনযাপনে সহজ সাবলীলতা, স্পষ্টভাষণ, ঐক্য ও সংহতির বাণীবাহক এই মহাকবি বিশ্বব্যাপী চিন্তাশীল গবেষকদের মাঝে সুপরিচিত। ৯৭৭ সালের দিকে তিনি শাহনামা লেখা শুরু করেন এবং দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইরানের বিভিন্ন শাসক ও শাহদের কাহিনী তুলে ধরেন।

প্রাচ্যের ‘হোমার’ খ্যাত ফেরদৌসি ইরানের খোরাসান প্রদেশের তূস এলাকার পজ নামক গ্রামে ৯৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১০২০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ