আমেরিকার অতিরিক্ত উচ্ছ্বাস চরম ক্ষোভ থেকে সঞ্চারিত: মুখপাত্র
(last modified Mon, 16 May 2022 23:51:58 GMT )
মে ১৭, ২০২২ ০৫:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব থেকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ মুক্ত করার যে কাজ ইরানে চলছে তাতে নাখোশ হয়েছে ওয়াশিংটন।

সাম্প্রতিক সময়ে বৈশ্বিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব ইরানেও পড়েছে এবং ইরানে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কোনো কোনো শহরে ছোটখাট বিক্ষোভ হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিক্ষোভের খবর ফলাও করে প্রচার করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সঙ্গে সঙ্গে টুইটার বার্তা দিয়ে এসব বিক্ষোভকে ‘স্বাগত’ জানিয়েছেন।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “ইরানের সাহসি বিক্ষোভকারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছেন।নিজেদের সরকারকে জবাবদিহীতার আওতায় আনার অধিকার ইরানি জনগণের রয়েছে। ইরানি জনগণের শান্তিপূর্ণ যেকোনো সমাবেশ সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক তার প্রতি আমেরিকা সমর্থন জানায়।”

নেড প্রাইসের এই টুইটার বার্তা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাতিবজাদে সোমবার তেহরানে বলেছেন, আমেরিকার এই অতিরিক্ত উচ্ছ্বাস প্রমাণ করে ইরান নিজের অর্থনীতিকে আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত করে জনকল্যাণকামী করে তোলার যে চেষ্টা করছে তাতে আমেরিকা যারপরনাই নাখোশ হয়েছে।

ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশের অর্থনীতিকে নিষেধাজ্ঞা ও মার্কিন ডলারের প্রভাবমুক্ত করার যে প্রক্রিয়া শুরু করা হয়েছে তা সম্পন্ন করার কাজে তেহরান দৃঢ়সংকল্প। ইরানি জনগণ আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’কে ব্যর্থ করে দিয়েছে এবং এখন সরকার ওই চাপকে চিরকালের জন্য ইরানের অর্থনীতি থেকে বিদায় করে দেয়ার কাজ করছে।

খাতিবজাদে বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়ে আমেরিকা এ পর্যন্ত কম নাকানি চুবানি খায়নি। কিন্তু তারপরও তাদের লজ্জা হয় না। তিনি বলেন, আমেরিকার উচিত নিজের ন্যুনতম লজ্জাবোধ জাগ্রত করে এই শিক্ষা গ্রহণ করা যে, অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো প্রতিটি দেশের কর্তব্য।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ