জুমার খোতবা:
লেবাননের প্রতিরোধ আন্দোলন মার্কিনীদের শিং ভেঙে দিয়েছে: কাজেম সিদ্দিকী
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: হিজবুল্লাহর বিজয়ের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলিরা প্রথমবারের মতো পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে।
লেবিাননের হিজুল্লাহর বিজয়ের ২২তম বার্ষিকী উপলক্ষে খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আরও বলেন: লেবাননের প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ইসরাইলিদের মাথানত হবার পাশাপাশি মার্কিনীদের শিংও ভেঙে গেছে।
২০০০ সালের ২৫ মে'তে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদেরকে চলে যেতে বাধ্য করে। ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননকে ১৮ বছর তাদের দখলে রেখেছিল। লেবাননে এই দিনটি 'প্রতিরোধ ও মুক্তির ঈদ' নামে উদযাপিত হয়।
প্রতিরোধ ও মুক্তির ঈদ উপলক্ষে বিশিষ্ট খতিব কাজেম সিদ্দিকী লেবাননের সকল জনগণ, প্রতিরোধ ফ্রন্টসহ হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে অভিনন্দন জানান।
বিশিষ্ট এই আলেম বলেন: সৌদি আরব লেবাননের সাম্প্রতিক নির্বাচনে তাদের মনোনীত ব্যক্তিদের বিজয়ের জন্য ব্যাপক ব্যয় করেছে। কিন্তু লেবাননের জনগণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অপপ্রচারণা, বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে ব্যাপক অর্থ ছিটানোর মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মার্কিনপন্থী সেইসব ব্যক্তিদের সমর্থন করে নি। তারা হিজবুল্লাহ সমর্থিত প্রার্থীদের প্রতিই তাদের আস্থার প্রমাণ দিয়েছে।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।