ইরান-বিরোধী আইএইএ'র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল: মোহাম্মদ ইসলামি
https://parstoday.ir/bn/news/iran-i108958-ইরান_বিরোধী_আইএইএ'র_সম্ভাব্য_প্রস্তাবের_নেপথ্যে_ইসরাইল_মোহাম্মদ_ইসলামি
ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ০৮, ২০২২ ১৬:৩০ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।

আমেরিকাসহ ইউরোপের তিন দেশ ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের অঘোষিত তিনটি স্থাপনায় ইউরেনিয়াম পাওয়া যাবার ঘটনায় তারা ব্যাপক উদ্বিগ্ন। এই ঘটনাকে অজুহাত করেই তারা নয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। আমেরিকার নেতৃত্বাধীন চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে আইএইএ'র সঙ্গে 'অপর্যাপ্ত সহযোগিতার' অভিযোগ এনে বলেছে,জরুরি ভিত্তিতে আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে হবে। মুহাম্মাদ ইসলামি ওই চার দেশের অভিযোগ ও খসড়া প্রস্তাব সম্পর্কে বলেন: বিগত ২০ বছর ধরে ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও মিথ্যা দাবি উত্থাপিত হয়ে আসছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সকল অভিযোগ ও উদ্বেগ নিরসনের লক্ষ্যে। ইরান আইএইএ'র তত্ত্বাবধানে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা কমিয়ে এনে অভিযোগ উত্থাপনকারীদের আস্থা অর্জন করলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় নি। ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক বলেন, ইরান মাসের পর মাস আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল আবারও সন্ত্রাসী অভিযান চালিয়ে, মনস্তাত্ত্বিক অভিযানসহ বিচিত্র পন্থায় ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসলামি সুস্পষ্টভাবে বলেন: ইরানের অপ্রদর্শিত কিংবা লুকিয়ে রাখা কোনো পারমাণবিক স্থাপনা নেই। সকলের জানা উচিত ইরানের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ ইহুদিবাদী ইসরাইলি মিডিয়ার বানোয়াট অপ্রচারণামাত্র। ইরান আইএইএ'র সঙ্গে যথারীতি সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।