সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক প্রচেষ্টা:
ইরান-সৌদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ এ মন্তব্য করেছেন।
তিনি বলেন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইরাকের মধ্যস্থতায় বাগদাদে অনুষ্ঠিত সৌদিআরব ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে আজ এক সংবাদ সম্মেলনে মোস্তফা কাজেমি এ কথা বলেন। তিনি বলেন, তার দেশ আঞ্চলিক ওই দুটি দেশের দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত ২৪ মে তারিখেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ বলেছিলেন: ইরানের সাথে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তা পর্যাপ্ত নয়। রিয়াদের হাত তেহরানের দিকে প্রসারিত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সৌদি আরবের এই শীর্ষ কূটনীতিক বলেন: 'সহযোগিতার নয়া যুগ' সকল পক্ষের জন্য সুযোগ সৃষ্টি করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বাগদাদে অনুষ্ঠিত রিয়াদ-তেহরান পঞ্চম দফা আলোচনার খবর নিশ্চিত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে অনুষ্ঠিত ওই পঞ্চম দফা আলোচনা ইতিবাচক ছিল বলেও মন্তব্য করেন খাতিবজাদেহ।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।