ইমাম খোমেনি (রহ.)'র মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেন মাদুরো
https://parstoday.ir/bn/news/iran-i109196-ইমাম_খোমেনি_(রহ.)'র_মাজারে_পুষ্পস্তবক_অর্পণ_করলেন_মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ (সোমবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ইরান ও ভেনিজুয়েলার মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২২ ২১:০৭ Asia/Dhaka
  • ইমাম খোমেনি (রহ.)র মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেন মাদুরো
    ইমাম খোমেনি (রহ.)র মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ (সোমবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ইরান ও ভেনিজুয়েলার মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার থেকে ইরান সফর করছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন।

তাঁর উপস্থিতিতে তেহরানে ২০ বছর মেয়াদি দ্বিপক্ষীয় সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া, ভেনিজুয়েলার জন্য ইরানে তৈরি দ্বিতীয় তেলবাহী জাহাজ হস্তান্তর করা হয়েছে।

ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।