বিলাওয়াল ভুট্টোর তেহরান সফর
জুন ১৫, ২০২২ ১৬:১০ Asia/Dhaka
-
বিলাওয়াল ভুট্টোর তেহরান সফর
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো তেহরান সফর করছেন।
আব্দুল্লাহিয়ানের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (মঙ্গলবার) বিলাওয়াল ভুট্টো দুদিনের সফরে তেহরান আসেন এবং ওই দিনই ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন নয়া সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে এলেন। ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ