‘আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i109442-আমেরিকার_প্রতিটি_অগঠনমূলক_আচরণের_উপযুক্ত_জবাব_দেবে_ইরান’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যেকোনা ফলদায়ক ও যৌক্তিক আলোচনাকে স্বাগত জানায়।কিন্তু ভিয়েনা সংলাপে একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছার জন্য ইরানের প্রতিপক্ষকে দ্বৈত ও সাংঘর্ষিক অবস্থান ত্যাগ করতে হবে। তিনি শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৯, ২০২২ ০৫:২৯ Asia/Dhaka
  • জোসেপ বোরেল- হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    জোসেপ বোরেল- হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যেকোনা ফলদায়ক ও যৌক্তিক আলোচনাকে স্বাগত জানায়।কিন্তু ভিয়েনা সংলাপে একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছার জন্য ইরানের প্রতিপক্ষকে দ্বৈত ও সাংঘর্ষিক অবস্থান ত্যাগ করতে হবে। তিনি শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন।

ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বোরেল। গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ওই ম্যারাথন আলোচনা গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। এর মধ্যেই সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

ওই প্রস্তাবে সদিচ্ছার মনোভাব প্রদর্শনের উদ্দেশ্যে ইরান আইএইএ’কে এ যাবত যত সহযোগিতা করেছে তার সব উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদে ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে স্বেচ্ছায় আইএইএ’র জন্য যতগুলো সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল তার সবগুলো খুলে ফেলেছে।

শনিবারের টেলিফোনালাপে এসব বিষয়ে কথা বলেন আব্দুল্লাহিয়ান ও বোরেল। ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনার প্রচেষ্টা চালানোর জন্য বোরেলের প্রতি কৃতজ্ঞতা জানান আব্দুল্লাহিয়ান।

একইসঙ্গে তিনি আইএইএ’তে ইরান বিরোধী প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই প্রস্তাব পাসের পর আমরা প্রমাণ করেছি, দেশের স্বার্থ রক্ষা করতে আমরা পিছ-পা হবো না এং আমেরিকা যদি তার অগঠনমূলক আচরণ চালিয়ে যায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে উপযুক্ত জবাব দেব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও বিশ্বাস করি যেকোনো সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় কূটনৈতিক আলোচনা।

টেলিফোনালাপে ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তিতে পৌঁছার ওপর তাগিদ দিয়ে বোরেল বলেন, এই আলোচনায় যে অচলাবস্থা চলছে তা থেকে বেরিয়ে আসার জন্য সব পক্ষকে অগঠনমূলক আচরণ ত্যাগ করতে হবে। ইরান যে একটি ভালো ও টেকসই চুক্তি চায় সেকথা মেনে নিয়ে ইইউ’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, ভিয়েনায় একটি সম্ভাব্য চুক্তি থেকে আমরা খুব বেশি দূরে নেই; কাজেই উত্তেজনা যাতে আর না বাড়ে সে প্রচেষ্টা চালাতে হবে। তিনি অবিলম্বে আবার ভিয়েনা সংলাপ শুরু করার জন্য ইইউর প্রস্তুতি ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/‌১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।