‘বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ’
(last modified Tue, 26 Nov 2024 05:39:36 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ১১:৩৯ Asia/Dhaka
  • জোসেপ বোরেল
    জোসেপ বোরেল

একই সময়ে নানামুখী সংকটের মধ্যে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে। গতকাল (সোমবার) একথা বলেছেন ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর কোনমতেই প্রতিরক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভর করতে পারে না। তিনি ইউক্রেন, গাজা এবং আফ্রিকার পরিস্থিতি উল্লেখ করে বলেন, এ সমস্ত ঘটনা বিশ্ব নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে।

নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জোসেপ বোরেল আরো বলেন, গত কয়েক মাসে যে সমস্ত ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এগুলো আগেই ঠিক করা উচিত ছিল। ইউরোপ এখন বিপদের মধ্যে।

তিনি বলেন, আমাদের ভূ-রাজনৈতিক পরিবেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং সংঘাত ও সংকট আমাদের দোরগোড়ায় এগিয়ে এসেছে। সংকট চলছে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ ককেশাস হয়ে আফ্রিকার সিং অথবা সাহেল অঞ্চল পর্যন্ত। এই সমস্ত ঘটনার কারণে ইউরোপের নিরাপত্তার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ক্রমেই অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়ছে।

ইউরোপীয় ইউনিয়নের এ শীর্ষ কূটনীতিক মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দিকে ইঙ্গিত করে বলেন, সামগ্রিকভাবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতি চার বছর পর পর মার্কিন ভোটারদের মেজাজ-মর্জির ওপর নির্ভরশীল থাকতে পারে না।”#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।