‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i109734-আগামী_কয়েকদিনের_মধ্যে_ভিয়েনা_সংলাপে_ফিরতে_প্রস্তুত_ইরান’
ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৬, ২০২২ ০৬:১৮ Asia/Dhaka
  • ‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’

ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন।

২০২১ সালের এপ্রিলে শুরু হওয়া ভিয়েনা সংলাপ ২০২২ সালের ১১ মার্চ স্থগিত হয়ে যায়।সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলে পরমাণু সমঝোতা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার মৌখিক দাবি করলেও কার্যত তিনি এক্ষেত্রে সদিচ্ছা প্রদর্শনের তেমন কোনো পদক্ষেপ নেননি।

ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সবগুলো দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার কাছাকাছি থাকলেও কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে না পারার কারণ ওই সংলাপ আবার শুরু করা যাচ্ছে না।

বোরেলের সঙ্গে আব্দুল্লাহিয়ানের যৌথ সংবাদ সম্মেলন

এ অবস্থায় শনিবার বোরেলের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন, বোরেলের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ভিয়েনা সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আব্দুল্লাহিয়ান বলেন, বাকি পক্ষগুলো দৃঢ়সংকল্প হলে ইরান একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

টুইটার বার্তার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তার দেশ আগামী কয়েক দিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আমেরিকা এবার এই সংলাপের ব্যাপারে দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত অবস্থান নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/‌২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।