সিরিয়ায় বিদেশি যেকোন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের অবস্থান: প্রেসিডেন্ট রায়িসি
-
ফাইল ফটো
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ সিরিয়ায় শান্তি এবং টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টিকে একান্তভাবে সমর্থন করে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে যেকোন বিদেশী হস্তক্ষেপের জোরালো বিরোধী।
পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে গতকাল (শনিবার) রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে টেলিফোন সংলাপে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
টেলিফোন সংলাপের শুরুতেই প্রেসিডেন্ট রায়িসি সিরিয়ার প্রেসিডেন্ট এবং দেশটির জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান। তিনি আশা করেন, সারা বিশ্বের মুসলমান বিশেষ করে ইরান ও সিরিয়ার জনগণ পবিত্র ঈদুল আযহার বরকত লাভ করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সম্প্রতি ইরান সফরের সময় দুই দেশের মধ্যে যেসব চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের ওপরও গুরুত্বারাপ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, সিরিয়ার প্রতিরোধ লড়াই এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইরান সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাবে।

টেলিফোন সংলাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানি জনগণ, সরকার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকে অভিনন্দন জানান। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রতিরোধ অক্ষের শত্রুরা দিন দিন দুর্বল হচ্ছে। বাশার আল-আসাদ বলেন, ইরান এবং সিরিয়া একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছে। তিনি আশা করেন, আগামী বছরের ঈদ ইরান এবং সিরিয়ার জনগণ বিশেষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করতে পারবে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। এ সময় দুই নেতা দু'দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রায়িসির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।#
পার্সটুডে/এসআইবি/১০