ইসরাইলের কাণ্ডজ্ঞানহীন যে-কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে: কানয়ানি
https://parstoday.ir/bn/news/iran-i110486-ইসরাইলের_কাণ্ডজ্ঞানহীন_যে_কোনো_পদক্ষেপের_কঠোর_জবাব_দেওয়া_হবে_কানয়ানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের সমুচিত এবং অনুতপ্ত হবার মতো জবাব দেওয়া হবে। নাসের কানয়ানি চফি আজ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০২২ ১৫:২৮ Asia/Dhaka
  • নাসের কানয়ানি চফি
    নাসের কানয়ানি চফি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের সমুচিত এবং অনুতপ্ত হবার মতো জবাব দেওয়া হবে। নাসের কানয়ানি চফি আজ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

কানয়ানি বলেন: যে অবৈধ ও দখলকার দেশটি আন্তর্জাতিক কোনো নিয়ম-কানুনের পরোয়া করে না, পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তিতে স্বাক্ষর করে নি, বিশ্বের সকল নিয়ম কানুন উপেক্ষা করে বিভিন্ন দেশে হামলা করার কালো ইতিহাস যার উজ্জ্বল, সেই দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না।

ইরানের এই কূটনীতিক বলেন: ইরানের পরমাণু কর্মসূচি পরিপূর্ণভাবে স্বচ্ছ, আইনসঙ্গত এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।