জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া পরিপূর্ণ দায়িত্ব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 22 Jul 2022 13:09:56 GMT )
জুলাই ২২, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের সন্ত্রাসবাদ-বিরোধী প্রখ্যাত সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর পরিপূর্ণ দায়িত্ব।

গতকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন।

আমির আবদু্ল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, জেনারেল সোলাইমানি ইস্যু কখনো ভুলে যাওয়া যাবে না। বিষয়টি এত গভীর যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরান সফরের সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে জেনারেল সোলাইমানির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

জেনারেল কাসেম সোলাইমানি

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যারা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে এবং বিচার মন্ত্রণালয়ও জেনারেল সোলাইমানি হত্যার ঘটনা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শহীদ জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেয়া বৈধ অধিকার বলে মনে করে তেহরান এবং এ বিষয়ে বিভিন্ন আঙ্গিক থেকে কাজ করা আমাদের পরিপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।"

গতকালের সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে চেষ্টা চলছে তা নিয়েও কথা বলেন। তিনি জানান, দুই পক্ষ নিজ নিজ দেশে দূতাবাস খোলার মতো কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। তিনি জানান, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের কাছ থেকে তেহরান একটি বার্তা পেয়েছে যাতে সৌদি আরব জানিয়েছে যে, অচল হয়ে পড়া আলোচনা এগিয়ে নিতে রিয়াদ প্রস্তুত রয়েছে। এ বিষয়ে ইরানও প্রস্তুত বলে আমির আবদুল্লাহিয়ান জানান।#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ