আফগান পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আমাদের অঞ্চল ছাড়ুন: আমেরিকাকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i110872-আফগান_পরিস্থিতি_সৃষ্টি_হওয়ার_আগেই_আমাদের_অঞ্চল_ছাড়ুন_আমেরিকাকে_ইরান
গোটা পশ্চিম এশিয়া থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২২ ১৯:২৬ Asia/Dhaka
  • আবু তোরাবি ফার্দ
    আবু তোরাবি ফার্দ

গোটা পশ্চিম এশিয়া থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান।

আবু তোরাবি ফার্দ বলেন, আফগানিস্তানে আমেরিকা যে অবস্থায় পড়েছিল সে ধরণের অবস্থা তৈরি হওয়ার আগেই আমেরিকার উচিৎ এ অঞ্চল ত্যাগ করা। বর্তমানে এই অঞ্চলে আমেরিকার কোনো কার্যকর রাজনৈতিক ও সামরিক প্রভাব নেই বলে তিনি মন্তব্য করেন।

জুমার নামাজের খতিব বলেন, বিশ্বে বড় ধরণের পরিবর্তন ঘটছে। তৃতীয় সহস্রাব্দ নিশ্চিতভাবেই এশিয়ার সহস্রাব্দ। এ ক্ষেত্রে ইরানের মৌলিক ভূমিকা রয়েছে।

আস্তানা বৈঠকের কাঠামোর আওতায় তেহরানে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই সময়টায় ইরান আঞ্চলিক রাজনৈতিক করিডোরে পরিণত হয়েছিল।

আবু তোরাবি ফার্দ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরান চায় সব প্রতিবেশী দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত থাকুক। একইসঙ্গে এই অঞ্চলের জাতিগুলো দৃঢ়তা অর্জন করুক।

খতিব বলেন, সন্ত্রাসীদের প্রতি আমেরিকা ও তার মিত্রদের সমর্থনের কারণে তুরস্ক অনিরাপদ হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ফিরিয়ে আনতে চাইলে এখান থেকে আমেরিকাকে বিতাড়িত করতে হবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।