পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ইরান
ফ্রিস্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন ইরান; প্রেসিডেন্ট রায়িসির অভিনন্দন
ইরানের ফ্রিস্টাইল রেসলিং দল অপূর্ব ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করেছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
ইরানি তরুণ কুস্তিগিররা তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়ে এই সাফল্য অর্জন করেন।এসব পদকের মাধ্যমে ইরানি দল মোট ১৫৯ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। চ্যাম্পিয়নশিপে আমেরিকা দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থান লাভ করে।
ইরানের পক্ষে স্বর্ণপদক পান সোবহান ইয়ারি, আমির-হোসেইন ফিরুজপুর এবং আমির-রেজা মাসুমি। এই তিন রেসলার যথাক্রমে ৭৯, ৯২ এবং ১২০ কেজি ওজন বিভাগে প্রতিপক্ষকে পরাজিত করেন। ৬১ কেজি বিভাগে একমাত্র রৌপ্যপদকটি পান আরমিন হাবিবজাদে।

এছাড়া, ৫৭, ৭০, ৮৬ ও ৯৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন যথাক্রমে আহমাদ মোহাম্মাদনেজাদ, হোসেইন মোহাম্মাদ-অগয়ি, আরেফ রাঞ্জবারি এবং আমির-আলী অজার-পিরা।
এর আগে গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ইরানের অনূর্ধ্ব ২০ রেসলার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ আলাদা আলাদা বার্তায় ইরানের তরুণ কুস্তি দলকে অভিনন্দন জানিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।