দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্যের গ্রাম মাসুলেহ; যা বিশ্ব পরিচিত
(last modified Tue, 30 Aug 2022 14:25:00 GMT )
আগস্ট ৩০, ২০২২ ২০:২৫ Asia/Dhaka
  • দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্যের গ্রাম মাসুলেহ; যা বিশ্ব পরিচিত

দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্যের গ্রাম ইরানের মাসুলেহ; যে গ্রামটি এখন বিশ্বে পরিচিত লাভ করেছে। এ গ্রামটিকে ইউনেস্কোও তাদের তালিকায় নিবন্ধন করেছে।

মাসুলেহ ইরানের সরদার-ই জাঙ্গাল জেলার একটি ছোট গ্রাম। মাসুলের বাড়িগুলি পাহাড়ের ঢাল বেয়ে বানানো হয়েছে এবং একটি বাড়ি অপর বাড়ির সাথে সংযুক্ত। বাড়ি গুলির উঠোন এবং ছাদ উভয়ই পথচারীরা রাস্তার মতো ব্যবহার করে। মাসুলেহতে ছোট রাস্তা এবং অনেক ধাপ হওয়ার জন্য কোন যানবাহনই এখানে প্রবেশ করতে পারে না।#

পার্সটুডে/আবুসাঈদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ