ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ৩ দেশের একটি ইরান: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i113048
পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একজন পদস্থ সেনা কমান্ডার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৬:৪৮ Asia/Dhaka
  • গতকাল শুক্রবার এই ড্রোনটির পরীক্ষা চালানো হয়
    গতকাল শুক্রবার এই ড্রোনটির পরীক্ষা চালানো হয়

পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একজন পদস্থ সেনা কমান্ডার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের বাইরে থেকে আকাশপথে শত্রুর যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে এখন ইরান উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে।

জেনারেল রশিদ ইরানের ইস্পাহান প্রদেশে চলমান সামরিক মহড়া পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, “নিঃসন্দেহে বিশ্বের শীর্ষ তিন ড্রোন শক্তির একটি ইরান।”

শুক্রবার এই ক্ষেপণাস্ত্রিটিরও  পরীক্ষা চ ালানো হয়েছে

এর আগের দিন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সেনাবাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেন। তিনি বিভিন্ন সমরাস্ত্র বিশেষ করে হেলিবর্ন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকেরি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্যদিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।