বন্দি বিনিময় চুক্তি করবে কিনা এখন সেটি আমেরিকার বিষয়: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i113412-বন্দি_বিনিময়_চুক্তি_করবে_কিনা_এখন_সেটি_আমেরিকার_বিষয়_তেহরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তেহরান প্রস্তুত রয়েছে। এই চুক্তি আমেরিকা চায় কিনা তা সম্পূর্ণভাবে এখন মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৯:১৯ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তেহরান প্রস্তুত রয়েছে। এই চুক্তি আমেরিকা চায় কিনা তা সম্পূর্ণভাবে এখন মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, "এরইমধ্যে আমরা আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি এবং এখনো আমরা প্রস্তুত। বিষয়টি নিয়ে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এবং আলোচনার পক্ষগুলো প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছেছে। এখন সম্পূর্ণভাবে মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করছে, তারা এই সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা। তবে আমরা এটি করতে প্রস্তুত রয়েছি।"

বন্দী বিনিময়ের ব্যাপারে এই সমঝোতা হয়েছে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায়, পরমাণু সমঝোতা পুনর্বহাল আলোচনার পাশাপাশি এই আলোচনা হয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইরান কখনো অন্য কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য তার রাজনৈতিক স্বাধীনতা উৎসর্গ করবে না। একই কথা পরমাণু সমঝোতা পুনর্বহাল আলোচনার ক্ষেত্রেও।#

পার্সটুডে/এসআইবি/১৮