জাহেদান শহরে সহিংসতায় জড়িত ৮ অস্ত্রধারীকে আটক করা হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i113932-জাহেদান_শহরে_সহিংসতায়_জড়িত_৮_অস্ত্রধারীকে_আটক_করা_হয়েছে_ইরান
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রসিকিউটর জেনারেল মাহদি শামসাবাদি বলেছেন, জাহেদান শহরে সহিংসতায় জড়িত আট সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০১, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • জাহেদান শহর
    জাহেদান শহর

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রসিকিউটর জেনারেল মাহদি শামসাবাদি বলেছেন, জাহেদান শহরে সহিংসতায় জড়িত আট সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

তিনি আজ (শনিবার) আরও জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একদল ব্যক্তি অনিরাপত্তা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে যেকোনো উপায়ে দেশ থেকে পালাতে চেয়েছিল। কিন্তু তারা ইরানের গোয়েন্দা বাহিনীর জালে আটকা পড়েছে।

মাহদি শামসাবাদি বলেন, জাহেদানে হামলাকারীরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং তাদের প্রতি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সমর্থন জানিয়েছে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করার চেষ্টা করছে। এরিমধ্যে কয়েক জন সন্ত্রাসীকে আটকের নির্দেশ জারি করা হয়েছে।

বিচার বিভাগের এই প্রভাবশালী কর্মকর্তা আরও জানিয়েছেন, ইসলামি সরকার ব্যবস্থার বিরোধীরা শিয়া-সুন্নি ঐক্য বিনষ্টের চেষ্টা করছে। এ কারণে শিয়া ও সুন্নি আলেমরা এসব সন্ত্রাসীর অপতৎপরতার নিন্দা জানিয়েছেন এবং তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

গতকাল (শুক্রবার) ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে একদল অস্ত্রধারী হামলা চালিয়ে শহরজুড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে।#  

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।