বুদাপেস্টে হাঙ্গেরির ব্যবসায়ীদের সঙ্গে আলী বাকেরির বৈঠক
নিষেধাজ্ঞা আরোপ করলেও মূল্য দিতে হয়: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
হাঙ্গেরি সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, নিষেধাজ্ঞা হচ্ছে একটি দুধারী তলোয়ার। কাজেই এটা নিষেধাজ্ঞা আরোপকারী দেশেরও সমান ক্ষতি করে। তিনি বুধবার বুদাপেস্টে হাঙ্গেরির শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে আলী বাকেরি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন ইউরোপীয় দেশগুলোই জ্বালানী সংকটে পড়েছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহুদিন যাবত আন্তর্জাতিক অঙ্গনে এই ধারনা বিদ্যমান ছিল যে, নিষেধাজ্ঞার কারণে ইরানের মতো দেশগুলোরাই শুধু ক্ষতিগ্রস্ত হয়।কিন্তু এখন ইউরোপীয় দেশগুলো উপলব্ধি করতে পেরেছে যে, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোকেও নিষেধাজ্ঞা আরোপের জন্য মাশুল গুনতে হয়।সাক্ষাতে হাঙ্গেরির ব্যবসায়ীরা ইরানের বাজারে পুঁজি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য প্রতিমন্ত্রী পিটার স্টেরেই’র সঙ্গে এক বৈঠকে আলী বাকেরি বলেন, ইরান বিশ্বাস করে যে, পরমাণু সমঝোতার অপরপক্ষ থেকে দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি দিলে দ্রুত নতুন একটি চুক্তি হবে এবং এই নিশ্চয়তা দিতে হবে যে, নতুন চুক্তি টিকে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।