ইরানে সাম্প্রতিক সহিংসতার উদ্দেশ্য জাতীয় ঐক্য বিনষ্ট করা: তেহরানের খতিব
(last modified Fri, 14 Oct 2022 12:45:05 GMT )
অক্টোবর ১৪, ২০২২ ১৮:৪৫ Asia/Dhaka
  • আবু তোরাবিফার্দ
    আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরানি জনগণের ঐক্য ও সংহতি বিনষ্ট করতেই দেশের শত্রুরা সম্প্রতি সহিংসতা চালিয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, ইরানিদের ধর্ম, সংস্কৃতি ও পরিচিতির সঙ্গে সংহতি মিশে আছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোয়েন্দা বিভাগগুলো এই ঐক্য ও সংহতিকে নিশানা করেছে।

সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের ঘটনার কারণে ইরানিরা অতীতের চেয়ে আরও বেশি সতর্ক হওয়ার সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।

হাসান আবু তোরাবিফার্দ আরও বলেন- ইসলামের শত্রুদের এটা জেনে রাখা উচিত যে, ইরানের রাজনৈতিক অবস্থান আরও জোরদারের পথ আগের চেয়ে আরও মসৃণ হয়েছে।

কয়েক সপ্তাহ আগে ইরানের নারী পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার পর বিদেশি শত্রুদের মদদে একদল বিভ্রান্ত মানুষ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে। এর ফলে মানুষ নানা সমস্যায় পড়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ