এবার বাইডেনের বক্তব্যের জবাব দিলেন রায়িসি
ইরানে কোনো সমস্যা হলেই খুশিতে বাগবাগ হয়ে যায় আমেরিকা: প্রেসিডেন্ট
-
মন্ত্রিসভায় বক্তব্য রাখছেন রায়িসি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, আমেরিকা নিজেকে মানবাধিকার, নিরাপত্তা ও শান্তির সমর্থক বলে যে দাবি করে বাইডেনের বক্তব্যে তার অসারতা প্রমাণিত হয়েছে।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ইরানি জনগণ মাহসা আমিনির মৃত্যুর ব্যাপারে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তিনি বিস্মত হয়েছেন। তিনি আরো দাবি করেন, ইরানে চলমান বিক্ষোভ এমন কিছুকে জাগ্রত করেছে যা বহুকাল পর্যন্ত নেভানো সম্ভব হবে না।
এ সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসি রোববার মন্ত্রিসভার বৈঠকে বলেন, মার্কিনীরা ইরানের উন্নতিতে যেমন ক্ষুব্ধ হয় তেমনি এদেশে কোনো সমস্যা হলেই খুশিতে বাগবাগ হয়ে যায়।কাজেই ইরানি জনগণ অতীতের মতো এবারও আমেরিকার ষড়যন্ত্রের ফাঁদ উপলব্ধি করতে পেরেছে এবং তারা ওয়াশিংটনের চক্রান্ত নস্যাত করে নিজেদের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখবে।
এর আগে বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেয়ার মতো উপযুক্ত কোনো লোকও নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে, ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে, আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতিস্বীকার করবে না। এছাড়া বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধি হবে না তেহরান।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।