বোরেলের বক্তব্য নিন্দা
বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে আমরা: ইরান
-
নাসের কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হতে চলেছে এবং বহু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে উন্নত এবং বিশ্বের বাকি অঞ্চলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানান নাসের কানয়ানি। আজ (মঙ্গলবার) এক টুই
কানয়ানি বলেন, জোসেপ বোরেল রূপক অর্থে পৃথিবীর বাকি অংশকে জঙ্গলের সঙ্গে তুলনা করে চরম অগ্রহণযোগ্য মানসিকতার পরিচয় দিয়েছেন যার মূলে রয়েছে পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক চিন্তাভাবনা। এই উপনিবেশিক চিন্তাভাবনার কারণে পশ্চিমা দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন এবং দখলদারিত্ব কায়েম করাকে এক ধরনের অধিকার বলে মনে করে। কিন্তু সেই যুগের অবসান হয়েছে এবং বহু কেন্দ্রিক বিশ্বকাপ এখন দোরগোড়ায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বোরেলের প্রতি বাস্তবতা মেনে নেয়ার আহ্বান জানান, অন্যথায় ইউরোপ দিন দিন আরো ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রুজেস শহরে ইউরোপিয়ান ডিপ্লোমেটিক একাডেমির একটি অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে জোসেপ বোরেল ইউরোপকে সাজানো বাগান এবং বাকি বিশ্বকে জঙ্গল বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।