আফগান সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে: সীমান্তরক্ষী বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i114770-আফগান_সীমান্ত_জুড়ে_শান্ত_অবস্থা_বিরাজ_করছে_সীমান্তরক্ষী_বাহিনী
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে এবং এই সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নেই। তিনি বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী ইরানের খোরাসানে রাজাভি প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০২২ ০৯:৩১ Asia/Dhaka
  • আফগানিস্তান সীমান্ত পরিদর্শন করছেন ব্রিগেডিয়ার জেনারেল গুদারজি
    আফগানিস্তান সীমান্ত পরিদর্শন করছেন ব্রিগেডিয়ার জেনারেল গুদারজি

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে এবং এই সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নেই। তিনি বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী ইরানের খোরাসানে রাজাভি প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন।

সীমান্তে কেউ যেন অবৈধভাবে চলাফেরা করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া  হয়েছে জানিয়ে গুদারজি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া নির্মাণসহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসানো হবে।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেন, আফগানিস্তান সীমান্তে যেকোনো অশুভ শক্তির তৎপরতা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করা হবে।

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসলেও তাদের হাতে দেশটির মাজার-ই-শরিফ শহরের পতন হয় ১৯৯৮ সালে। শহরটির পতনের সময় সেখানকার ইরানি কনস্যুলেটে হানা দেয় একদল বন্দুকধারী। তারা ওই ভবনে অবস্থানরত একজন ইরানি সাংবাদিকসহ সাত কূটনীতিককে নির্মমভাবে হত্যা করে।

ওই ঘটনার জের ধরে তৎকালীন তালেবান সরকারের সঙ্গে ইরানের সম্পর্কে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। গত বছরের আগস্টে তালেবান আবার কাবুলের ক্ষমতায় আসলে ইরানের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে বলে অনেকে মনে করলেও বাস্তবে তেমনটি হয়নি। দু’দেশের সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।