ইরান সফরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, সম্পর্ক জোরদারে সই হবে চুক্তি
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনার জন্য প্রধানত এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
আর্মেনিয়ার একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আজ (মঙ্গলবার) পাশনিয়ান ইরানের রাজধানী তেহরানে পৌঁছান এবং আজই তাকে প্রেসিডেন্ট রায়িসি সা’দাবাদ প্রাসাদে তাকে স্বাগত জানান। এ সময় সেখানে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর আরমেনিয়ার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রধান করা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট রায়িসি এবং পাশনিয়ান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ বৈঠকে তেহরান এবং ইয়েরেভানের মধ্যকার সম্পর্ক আরো জোরালো করার উপায় নিয়ে আলোচনা করা হয়। দুই নেতার বৈঠকের পাশাপাশি ইরান এবং আর্মেনিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নানা ইস্যুতে অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা করে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর ইরান সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে।
গত ২৩ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আর্মেনিয়া সফর করেছিলেন। সে সময় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আমির আবদুল্লাহিয়ান বৈঠক করেন। বৈঠকে ইরানের পক্ষ থেকে আঞ্চলিক সীমান্তে যেকোন ধরনের পরিবর্তনের বিরোধিতার কথা নিশ্চিত করা হয়।#
পার্সটুডে/এসআইবি/১