গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উদযাপিত
(last modified Fri, 04 Nov 2022 05:51:00 GMT )
নভেম্বর ০৪, ২০২২ ১১:৫১ Asia/Dhaka
  • গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উদযাপিত

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র।

এ ঘটনার স্মরণে প্রতি বছরই ফার্সি ১৩ অবন বা ৪ নভেম্বর সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নেমেছেন। রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা সাবেক মার্কিন দূতাবাসের আশপাশের সড়কগুলোকে সমেবত হন।

এ উপলক্ষে তেহরান সিটি কর্পোরেশন মিছিলকারীদের গুপ্তচরবৃত্তির আখড়ায় যাওয়ার সড়কগুলো চিহ্নিত করে দিয়েছিল। ইরান সময় সকাল ৯টায় মিছিল শুরু হয় এবং দুপুর নাগাদ সাবেক মার্কিন দূতাবাসের আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মিছিলকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করেন।

তেহরানে সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবসের মূল কর্মসূচি পালিত হয় সাবেক মার্কিন দূতাবাস ভবনের সামনে।  সেখানে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়।  সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ