কোনো পরাশক্তি কখনো ইরানে আগ্রাসন চালানোর সাহস করেনি: চিফ কমান্ডার
(last modified Tue, 08 Nov 2022 11:24:51 GMT )
নভেম্বর ০৮, ২০২২ ১৭:২৪ Asia/Dhaka
  • ইরানে তৈরি ক্ষেপণাস্ত্র
    ইরানে তৈরি ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি বলেছেন, যারা নিজেদেরকে পরাশক্তি বলে দাবি করে তারাও কখনো ইরানের ওপরে আগ্রাসন চালানোর সাহস দেখায়নি। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে বিভক্ত করার যে অশুভ লক্ষ্য ঠিক করেছে শত্রুরা তা অর্জন করতে তারা ব্যর্থ হবে।

জেনারেল মুসাভি বলেন, ইসলামি বিপ্লবের পরে ৪০ বছর ধরে কোনো দেশ যারা নিজেদেরকে পরাশক্তি হিসেবে দাবি করে তারাও কখনো ইরানে আগ্রাসন চালানোর কথা চিন্তা করেনি।

ইরানের এ সেনা কর্মকর্তা বলেন, শত্রুদের আকাঙ্ক্ষা হলো ইরানকে বিভক্ত করা এবং সেই কারণে তারা দেশের ভেতরে নিরাপত্তাহীনতা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অর্থনীতি এবং উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে দেশের বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নতিকে তারা মেনে নিতে পারেনি। সাম্প্রতিক সহিংসতার সময় শত্রুরা যা কিছু করা সম্ভব তার সবই করেছে। শত্রুরা এই সহিংসতার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য সবকিছুই করেছে এবং তারা দাঙ্গাকারীদেরকে গোয়েন্দা সহযোগিতা ও অর্থ পর্যন্ত দিয়েছে। 

বিভিন্ন বিচ্ছিন্নতাকামী গোষ্ঠী এবং ফারসি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও মেসেঞ্জার সরাসরি এই সহিংসতায় জড়িত ছিল এবং তাদের ফিল্ড কমান্ডাররা ময়দানে কাজ করেছে। জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, শত্রুদের এই ধরনের তৎপরতার মুখে দেশের সবাইকে সজাগ থাকতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ