ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i115706-ইরানি_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_শত্রুর_রাডার_ভেদ_করতে_সক্ষম_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম। এ তথ্য জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১১, ২০২২ ০৯:০৭ Asia/Dhaka
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
    হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম। এ তথ্য জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।

শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি কতটা তা জানা যায়নি। জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, উচ্চ গতির কারণে এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে।”

ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ

তবে, ইরান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে- সুস্পষ্টভাবে এমন কোনো খবর দেখা যায়নি। 

ইরানের অস্ত্র কার্যক্রমের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।  তারপরও দেশটি সামরিক খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। গত সপ্তাহে ইরান জানিয়েছে, তারা কায়েম-১০০ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে ৮০ কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।