এক মুখে দুই কথা
পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী
-
গণমাধ্যমের সাথে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে আমেরিকা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমেরিকা একদিকে ইরানকে এই মর্মে বার্তা দিচ্ছে যে, তারা যতদ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে চায় অন্যদিকে ভণ্ডামির আশ্রয় নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোকে বলছে, সমঝোতাটি এই মুহূর্তে তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকের অবকাশে সাংবাদিকদর সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের ঘন ঘন বার্তা বিনিময় হচ্ছে। সর্বশেষ বার্তাটি মাত্র ৭২ ঘণ্টা আগে লেনদেন হয়েছে।
ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, “আমেরিকানরা কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে যে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য তাদের তাড়া আছে। অথচ [মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি] রবার্ট ম্যালি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তখন দাবি করেন, তাদের অগ্রাধিকারে পরমাণু সমঝোতা নেই। ম্যালি বরং ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে উস্কে দেয়ার চেষ্টা করেছেন।”
আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিনীরা আমাদের ওপর চাপ সৃষ্টি করে পরমাণু আলোচনায় অতিরিক্ত ছাড় আদায় করার লক্ষ্যে এ ধরনের ভণ্ডামির আশ্রয় নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় আমাদের কাছে জনগণের জাতীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।#
পার্সটুডে/এমএমআই/এআর/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।