আইএইএতে আবার ইরানবিরোধী প্রস্তাব: অর্থহীন বলে প্রত্যাখ্যান তেহরানের
https://parstoday.ir/bn/news/iran-i116008-আইএইএতে_আবার_ইরানবিরোধী_প্রস্তাব_অর্থহীন_বলে_প্রত্যাখ্যান_তেহরানের
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশে কথিত ‘অঘোষিত’ পরমাণু স্থাপনা থাকার যে দাবি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ করেছিল তার ‘যুক্তিসঙ্গত’ জবাব ওই সংস্থাকে দেয়া হয়েছে। কিন্তু তারপরও আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে উত্থাপনের জন্য যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে তা ওই সংস্থার ‘সদিচ্ছার অভাব’ তুলে ধরেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৬:২৬ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি ব
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি ব

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশে কথিত ‘অঘোষিত’ পরমাণু স্থাপনা থাকার যে দাবি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ করেছিল তার ‘যুক্তিসঙ্গত’ জবাব ওই সংস্থাকে দেয়া হয়েছে। কিন্তু তারপরও আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে উত্থাপনের জন্য যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে তা ওই সংস্থার ‘সদিচ্ছার অভাব’ তুলে ধরেছে।

ওই খসড়া প্রস্তাব ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেন ইসলামি। তিনি বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রস্তাবটিতে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা সত্য নয় এবং এটির প্রস্তাবকারী দেশগুলিও তা জানে।

 আইএইএ’তে উত্থাপনের জন্য প্রস্তাবটি তৈরি করেছে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তাদের যদি সদিচ্ছা থাকত এবং ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাইত তাহলে কখনও এমন প্রস্তাব তৈরি করত না।

আইএইএ’র প্রতিনিধিদলের পরবর্তী তেহরান সফর সম্পর্কে জানতে চাইলে মোহাম্মাদ ইসলামি বলেন, এই মুহূর্তে আইএইএ’র কোনো প্রতিনিধির তেহরান সফরের কর্মসূচি নেই।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সম্প্রতি বলেছিলেন, আইএইএ’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে একটি ইরানি প্রতিনিধিদল সম্প্রতি ভিয়েনা সফর করেছে। পরমাণু সমঝোতা পুনর্বহাল করার লক্ষ্যে তেহরান এরকম গঠনমূলক তৎপরতা চালিয়ে যাবে বলে তিনি জানান। কানয়ানি বলেন, বিষয়টি নিয়ে ‘পরবর্তী পদক্ষেপ নিতে’ সম্মত হয়েছে দুপক্ষ। কিন্তু ওই সম্মতি সত্ত্বেও আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব উত্থাপনের জোর তৎপরতা চলছে।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।