ইরানের নিরাপত্তা পুলিশ:
ইরানের খুজিস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার
ইরানের খুজেস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাদেশিক পুলিশ কর্তৃপক্ষ ওইসব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে।
খুজেস্তান প্রদেশের পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মোহাম্মদ সালেহি বলেছেন: খুজেস্তান থেকে প্রচুর অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ৭৭০ টি কার্তুজসহ ১০২টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে।
ইরান প্রেস বার্তা সংস্থার জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সালেহি জানিয়েছেন: খুজেস্তান গোয়েন্দা ও জননিরাপত্তা পুলিশ, সতর্কতার সঙ্গে দিবারাত্রি চেষ্টা চালিয়ে অস্ত্র চোরাচালানকারী চক্রের তিন সদস্যের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ওই ৩জন অস্ত্র আমদানির চেষ্টা করেছিল। একটি প্রতিবেশী দেশের চোরাচালানকারীদের সহযোগিতায় তারা বিভিন্ন পণ্যের সাথে গোলাবারুদ নিয়ে আসতো।
এদিকে কুর্দিস্তান প্রদেশের সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার "কর্নেল মোহাম্মদ আরেফ সেপেহরি"ও বনেহ শহরের সীমান্ত এলাকা থেকে ৬টি যুদ্ধাস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে।
কর্নেল সেপেহরি চোরাকারবারিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার ব্যাপারে গোয়েন্দা সংস্থার ভূমিকার কথা উল্লেখ করে বলেন: সীমান্ত পাহারা দেওয়া এবং চোরাচালান মোকাবেলা করা প্রদেশের সীমান্তরক্ষীদের অগ্রাধিকারভিত্তিক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইসঙ্গে আইন ভঙ্গকারীদের কঠোরভাবে মোকাবেলা করাও তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।