আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i116790
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি বলেছেন, দাম্ভিক আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না। দেশটি আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ধর্মীয়, মাজহাবগত ও সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২২ ১৬:২২ Asia/Dhaka
  • হাসান কাজেমি কৌমি
    হাসান কাজেমি কৌমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি বলেছেন, দাম্ভিক আমেরিকা কখনোই অন্যের কল্যাণে কিছু করে না। দেশটি আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ধর্মীয়, মাজহাবগত ও সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল সৃষ্টির চেষ্টাও আমেরিকার পক্ষ থেকে পুরোদমে অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

আফগান জনগণ আমেরিকাকে মেনে নেয়নি বলেই তারা সেদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানান। হাসান কাজেমি কৌমি। তিনি আরও বলেন, আফগানিস্তানের মতো দেশগুলো শক্তিশালী হোক এটা আমেরিকা কখনোই চায় না।

আফগানিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী হামলা ও অস্থিতিশীলতার পেছনে রয়েছে আমেরিকার অশুভ লক্ষ্য। সন্ত্রাসীদের মাধ্যমে আফগানিস্তানকে অস্থিতিশীল করে আমেরিকা এটা বলতে চায় যে, মার্কিন সেনাবাহিনী নেই বলেই আজ সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এক বছরেরও বেশি সময় ধরেই আমেরিকা সেখানে সাম্প্রদায়িক ও মাজহাবগত দ্বন্দ্ব ও সংঘাত বাধানোর পাশাপাশি তা ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছে বলে জানিয়েছেন ইরানের এই বিশেষ প্রতিনিধি।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।