শত্রুদের বহুমুখি যুদ্ধের অন্যতম দিক হলো অর্থনৈতিক যুদ্ধ: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i117220-শত্রুদের_বহুমুখি_যুদ্ধের_অন্যতম_দিক_হলো_অর্থনৈতিক_যুদ্ধ_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট বলেছেন তাঁর দেশের বিরুদ্ধে শত্রুদের বহুমুখি যুদ্ধের অন্যতম দিক হলো অর্থনৈতিক যুদ্ধ। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ খাতামুল আম্বিয়া কনস্ট্রাকশন হেড-কোয়ার্টারের কর্মকর্তাদের ১৪তম সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট বলেছেন তাঁর দেশের বিরুদ্ধে শত্রুদের বহুমুখি যুদ্ধের অন্যতম দিক হলো অর্থনৈতিক যুদ্ধ। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ খাতামুল আম্বিয়া কনস্ট্রাকশন হেড-কোয়ার্টারের কর্মকর্তাদের ১৪তম সম্মেলনে এ কথা বলেন।

তেহরানের নুর-আর-রেজা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি কনস্ট্রাকশন হেড-কোয়ার্টারের ৩৩ বছরের গঠনমূলক সেবার প্রশংসা করেন। 'জ্ঞান-ভিত্তিক নির্মাণ, শক্তিশালী ইরান'-ছিল তাদের এবারের সম্মেলনের মূল শ্লোগান।

প্রেসিডেন্টের বার্তা বিভাগ জানিয়েছে জনাব রায়িসি তাঁর বক্তব্যে বলেছেন: শত্রুরা এখন ইসলামী ইরানের অগ্রগতি ও উন্নতির পথে বাধা দিতে চায়। প্রতিরক্ষা শিল্পে ইরান এখন জটিলতম সরঞ্জাম তৈরি করছে বলে তিনি জানান। ইরানের গর্ব কেবলমাত্র ক্ষেপণাস্ত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রতিরক্ষা শক্তির সকল ক্ষেত্রেই ইরান এখন কাজ করে যাচ্ছে। রায়িসি আরও বলেন: শত্রুরা চায় না আমরা অর্থনৈতিক ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করি। কিন্তু কনস্ট্রাকশন হেড-কোয়ার্টার অর্থনৈতিক ক্ষেত্রে বৃহৎ অবকাঠামো নির্মাণ করে শত্রুদেরকে হতাশ করে দিয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন: শত্রুরা চায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করে দেশকে কোনঠাসা করে ফেলতে। তারা চায় অগ্রগতি, সৃজনশীলতা এবং জনগণের সেবা থেকে আমাদেরকে বিরত রাখতে। কিন্তু আমাদেরকে চেতনাদীপ্ত হয়ে  উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের সকল হুমকিকে সুযোগে পরিণত করতে হবে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।