এখনও ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের চুক্তি করা সম্ভব: চীন
https://parstoday.ir/bn/news/iran-i117686-এখনও_ইরানের_পরমাণু_সমঝোতা_পুনর্বহালের_চুক্তি_করা_সম্ভব_চীন
২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং এটিকে পুনর্বহাল করার জন্য একটি চূড়ান্ত চুক্তি সই করা এখনও সম্ভব বলে মন্তব্য করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিং-এ এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২২ ১০:৩২ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং এটিকে পুনর্বহাল করার জন্য একটি চূড়ান্ত চুক্তি সই করা এখনও সম্ভব বলে মন্তব্য করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিং-এ এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় জটিলতা ও কিছু চ্যালেঞ্জিং বিষয় থাকা সত্ত্বেও এখনও চুক্তিতে পৌঁছার আশা রয়েছে। তিনি যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান। 

চীনা মুখপাত্র পরমাণু সমঝোতা পুনর্বহালে ইরানের আন্তরিকতার প্রতি ইঙ্গিত করে বলেন, সব পক্ষ যদি গঠনমূলক ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে অন্য কোনো বিষয়কে জড়িয়ে না ফেলে তাহলে অতি দ্রুত একটি চুক্তি সই করা সম্ভব হবে। 

ইরানের পরমাণু ইস্যুতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বেইজিং কাজ করে যাবে বলে মাও নিং উল্লেখ করেন। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধের ব্যাপারে নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল করা জরুরি। 

প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর গত বছরের এপ্রিল মাসে ওই সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংলাপে বসে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু মার্কিন সরকার ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে চলতি বছরের আগস্ট মাসে ভিয়েনা সংলাপ ভেঙে যায়। তারপর থেকে ওই আলোচনা স্থগিত রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।