প্রেসিডেন্ট রায়িসির বিশেষ বার্তা নিয়ে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i117714-প্রেসিডেন্ট_রায়িসির_বিশেষ_বার্তা_নিয়ে_ওমান_সফরে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ওমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মাস্কাট পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির একটি বিশেষ বার্তা ওমানের সুলতান হিশাম বিন তারিকের কাছে পৌঁছে দেবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ০৯:৫০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসির বিশেষ বার্তা নিয়ে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ওমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মাস্কাট পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির একটি বিশেষ বার্তা ওমানের সুলতান হিশাম বিন তারিকের কাছে পৌঁছে দেবেন।

আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (মঙ্গলবার) রাতে মাস্কাটে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমি ওমানের সুলতানের জন্য প্রেসিডেন্ট রায়িসির একটি বার্তা নিয়ে এসেছি এবং তা আগামীকাল (বুধবার) সুলতানের সঙ্গে সাক্ষাতে সেটি হস্তান্তর করব।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে তেহরান ও মাস্কাট অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এসব ইস্যুতে নিজেদের মধ্যে পরামর্শ করে।

ওমানকে আঞ্চলিক সংলাপের ‘উৎসভূমি’ বর্ণনা করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বহু সংকট সমাধানে মাস্কাট সব সময় উপকারি ভূমিকা পালন করেছে। ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও ইয়েমেন, আফগানিস্তান ও ইউক্রেন ইস্যুতেও তিনি স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন।

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ যখন আবার চালু করার দাবি উঠেছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান সফরে গেলেন। বিশেষ করে রাশিয়া ও চীন গত কয়েকদিনে একাধিকবার পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় একাধিকবার পরোক্ষ মধ্যস্থতা করেছে ওমান।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।