নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে সহযোগিতা নিচ্ছে মস্কো
প্রথমবার রুশ জাহাজ মেরামত করছে ইরান
প্রথমবারের মতো রুশ জাহাজ মেরামতের কাজে হাত দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সাদরা কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান মেইসাম রাইয়াত আজাদ আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, গত ২৫ ডিসেম্বর রাশিয়ার একটি বিশাল বাল্ক ক্যারিয়ার ইরানের ডক ইয়ার্ডে প্রবেশ করেছে। এটিকে মেরামত করে আবারও রাশিয়াকে ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, এটি হচ্ছে বাল্ক ক্যারিয়ার। যেসব বাণিজ্যিক জাহাজে ধান ও গমসহ নানা শস্য ও সিমেন্টের মতো পণ্য বস্তা বা প্যাকেটে না ভরেই খোলা বহন করা যায় সেগুলোকে বাল্ক ক্যারিয়ার বলা হয়।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইউরোপ ও আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এ ক্ষেত্রে ইরানের সাহায্য নিতে আগ্রহী হয়ে উঠেছে।
জাহাজ নির্মাণ শিল্পে ইরান ব্যাপক উন্নতি সাধন করেছে। এর আগে ইরানের সাদরা কোম্পানি ভেনিজুয়েলার জন্য বিশাল আকারের দু'টি তেলবাহী জাহাজ নির্মাণ করে তা হস্তান্তর করেছে। তৃতীয় তেলবাহী জাহাজের নির্মাণ এখন চলছে।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।