পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চলমান প্রক্রিয়া: বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i117968-পরমাণু_সমঝোতা_পুনরুজ্জীবনের_আলোচনা_একটি_চলমান_প্রক্রিয়া_বাকেরি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যরাষ্ট্র হিসেবে তার দেশ সব সময় এই সংস্থাকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৩ ১১:০৭ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যরাষ্ট্র হিসেবে তার দেশ সব সময় এই সংস্থাকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

তিনি গতকাল (সোমবার) তেহরানে জেনারেল কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

বাকেরি বলেন, পারমাণবিক জ্ঞান ও পারমাণবিক প্রযুক্তিসহ সব ধরনের পারমাণবিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরান এতদিন আইএইএ’কে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করে যাবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ২০২১ সালের প্রথম দিক থেকে শুরু করে ২০২২ সালের আগস্ট পর্যন্ত পাশ্চাত্যের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন আলী বাকেরি।

‘ভিয়েনা আলোচনা এখন আর আমেরিকা ও জার্মানির জন্য কোনো গুরুত্ব বহন করে না’ বলে ওই দুই দেশ সম্প্রতি যে মন্তব্য করেছে সে সম্পর্কেও প্রতিক্রিয়া জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং তা কখনও থেমে যায়নি। এই আলোচনার পদ্ধতিতে হয়তো পরিবর্তন এসেছে কিন্তু প্রক্রিয়াটি চলমান রয়েছে।

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ২০২১ সালের এপ্রিল মাসে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংলাপে বসে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু বাইডেন সরকার ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে গত বছরের আগস্ট মাসে ভিয়েনা সংলাপ ভেঙে যায়। তারপর থেকে ওই আলোচনা স্থগিত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।