অর্থনীতি নিয়ে আলোচনা
আমিরাত গেলেন ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে আলোচনা করার জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ দলে রয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন এবং অর্থনীতিবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেহেদী সাফারি। এরইমধ্যে গতকাল (বুধবার) তারা সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নতুন নিয়োগ পাওয়া মোহাম্মাদ রেজা ফারজিন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী মানসুর বিন যায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
ইরনার খবরে বলা হয়েছে, বৈঠকে দু দেশের কর্মকর্তারা ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও ব্যাংকিং সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের অর্থনৈতিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেহেদি সাফারি, সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা এবং জ্বালানিমন্ত্রী সোহাইল মোহাম্মদ আল মাজুরি।
ইরানি প্রতিনিধিদল তেল-গ্যাস, পেট্রোকেমিক্যাল, কার্গো ট্রানজিট, বিমান চলাচল এবং পর্যটন খাতসহ বিভিন্ন খাতে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করে।
সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। চীনের পরে এটি ইরানি পণ্যের দ্বিতীয় প্রধান গন্তব্য।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১২