​​​​​​​ইরাককে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/iran-i118578-ইরাককে_আনুষ্ঠানিক_চিঠি_দিয়ে_ইরানের_প্রতিবাদ
পারস্য উপসাগরের একটি বিকৃত নাম ব্যবহার করায় ইরাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর জানিয়ে বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৩ ১০:২২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

পারস্য উপসাগরের একটি বিকৃত নাম ব্যবহার করায় ইরাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর জানিয়ে বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

কানয়ানি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, পারস্য উপসাগরের নামটি একটি ঐতিহাসিক, স্থায়ী, দলিল-নির্ভর ও অনস্বীকার্য বাস্তবতা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানিসহ দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কয়েকটি প্রতিষ্ঠান পারস্য উপসাগরের বিকৃত নাম ব্যবহার করার পর তেহরানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হলো।

সম্প্রতি জার্মানির ডয়েচে ভেলে চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সুদানি তার এই বক্তব্য সমর্থন করে কথা বলেন যে, তিনি পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ বলে সঠিক কাজটিই করেছেন। এ সম্পর্কে কানয়ানি বলেন, সমস্ত প্রাচীন দলিল, মানচিত্র, ভ্রমণকাহিনী ও সাহিত্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় জলরাশিকে পারস্য উপসাগর বলা হয়েছে এবং চিরকাল এই নামই অবশিষ্ট থাকবে। তিনি বলেন, একটি বিকৃত নাম কখনও বাস্তবতাকে পরিবর্তন করে না এবং ভুয়া নাম কখনও বৈধতাও পায় না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠে ইরান ও ইরাকের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। অন্য কোনো দেশকে আকৃষ্ট করতে গিয়ে এই সম্পর্ক নষ্ট করে ফেলার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।